০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা বিট অফিসার নুুরুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সোহরাব আলী প্রমূখ। এছাড়াও তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ, ইউপি সদস্য, এনসিপির নেতা-কর্মী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু...