০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বগুড়ার শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক, ইংরেজি প্রভাষক আব্দুল ওয়াহেদ, অর্থনীতি প্রভাষক মো. বিল্লাল হোসেন এবং বাংলা প্রভাষক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরবি প্রভাষক মো. রুহুল আমিন ত্বহা। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়তে তওহীদের...