বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন চক্র শুরু করবে দলটি। অক্টোবরে দুদলের সিরিজ দিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র। এই সিরিজের মাধ্যমে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন বছরের বেশি সময় পর ফিরছে টেস্ট ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সংস্কারের পর এটি হবে এই মাঠের প্রথম টেস্ট। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা দুই দলের জন্যই নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেটিও গত বছর সংস্কার করা হয়েছে। এই সিরিজে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এখানে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। এর আগে, গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আয়োজনের কথা ছিল ফয়সালাবাদে, কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত...