সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) -এর স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিল (এসএমসি) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন অভিভাবকরা। নির্বাচনে সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল্লাহ নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া বাকি তিনটি সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে মিজানুর রহমান (১০৩ ভোট), সুমন উর রশিদ (৭৩ ভোট) ও আবদুল আরিফ খান (১৮ ভোট)। ভোটগ্রহণ শুরু হয় বেলা ২টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টায়। মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মো. মতিউর রহমান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার,...