০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম সীতাকুণ্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী আয়োজিত তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় ইডেন পার্কে এ কর্মশালা চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের নেত্রী হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচার সম্পন্ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজন অপরিহার্য। একই সঙ্গে নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতিতে। কর্মশালায় জামায়াতের সীতাকুণ্ড আসনের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী কৌশল, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি শক্তিশালী করা, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা...