০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালের কণ্ঠের সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণ এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিতে ডিজিটাল নিরাপত্তা আইন সহ অন্যান্য হয়রানিমূলক মামলার শিকার গাজি টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল হক ভট্টু বলেন, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কণ্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে।...