এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশের আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এক দলীয় এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অবস্থানটুকু তৈরি হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে।’ এ্যানি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসন ব্যবস্থা জরুরি। বিশেষ করে...