মাগুরায় সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামে তৃতীয় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামীর ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার পর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন প্রথম স্ত্রী। আগুন দেওয়ার ঘটনায় স্বামী বাহারুল ইসলাম (৫০), স্ত্রী লাভলি খাতুন (৩০) এবং ১০ মাসের শিশু সন্তান রোহান মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের ব্যবসায়ী বাহারুল ইসলাম প্রথম স্ত্রী থাকা অবস্থায় বছর পাঁচেক আগে আরেকটি বিয়ে করে। এ ঘটনার পর উভয় স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে কিছুদিনের মধ্যে দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে যায়। এ ঘটনার পরও দুই বছর আগে বাহারুল নতুন করে লাভলি খাতুন নামে একটি মেয়েকে বিয়ে করে শ্রীমন্তপুর...