গত মাসের মাত্র দুই সপ্তাহে গাজায় ইউনিসেফ পরিচালিত ক্লিনিকগুলোতে পাঁচ বছরের কম বয়সী সাত হাজারেরও বেশি শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসা কর্মসূচিতে রাখা হয়েছিল। ইউনিসেফের পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। আগস্ট মাসের মোট সংখ্যা গণনার জন্য ইউনিসেফ কাজ করছে। তবে আশঙ্কা করা হচ্ছে, অপুষ্টির শিকার নতুন রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যাবে, যা ফেব্রুয়ারির মোট রোগীর সংখ্যার সাত গুণেরও বেশি। গত মাসে গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল, তবে দক্ষিণের অন্যান্য শহরগুলোতেও ‘দ্রুত গতিতে দুর্ভিক্ষ এগিয়ে আসছে’ বলে ইউনিসেফের কর্মকর্তারা জানিয়েছেন। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেছেন, “বাস্তবে এটা স্পষ্ট যে মানুষ অনাহারে রয়েছে, গাজা শহরে দুর্ভিক্ষ চলছে এবং দেইর আল-বালাহ ও খান ইউনিস (গাজার দক্ষিণের দুটি শহর) খুব বেশি পিছিয়ে নেই।” ইনগ্রাম জানান, তিনি একজন অপুষ্টিতে ভোগা...