মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার যুদ্ধবিমান ভূপাতিত করার হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ভেনেজুয়েলার যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর জাহাজের উপর দিয়ে উড়ে যায় এবং ‘আমাদের একটি বিপজ্জনক অবস্থানে ফেলে দেয়, তাহলে তাদের গুলি করে ভূপাতিত করা হবে।’ মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার উপকূলে ভেনেজুয়েলা একটি মার্কিন জাহাজের কাছে সামরিক বিমান উড়িয়ে দেওয়ার পর ট্রাম্পের এই সতর্কবার্তা এসেছে। সম্প্রতি ‘ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী জাহাজে’ মার্কিন হামলায় ১১ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, একটি মাদক পাচারকারী চক্র এই জাহাজটি পরিচালনা করতো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার দেশ সম্পর্কে মার্কিন অভিযোগ সত্য নয়। তিনি বলেছেন, “ভেনেজুয়েলা সর্বদা আলোচনা করতে, সংলাপে অংশ নিতে ইচ্ছুক, তবে আমরা সম্মান দাবি করি।” শুক্রবার ওভাল...