০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপায় পৃথক ঘটনায় নিখোঁজের পর দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। এর মধ্যে মিলন হোসেন (১৯) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে নিখোঁজের পাঁচদিন পর। অন্যদিকে মসিউল আলম রজু (৭৫) নামে এক বৃদ্ধর মিলেছে পুকুরে। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। হরিণাকুণ্ডু থানার ওসি শহিদল ইসলাম হাওলাদার জানান, শনিবার বিকেলে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে একটি গলিত লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবসি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, মিলন লক্ষিপুর গ্রামের চান্দা মিয়ার ছেলে এবং সে মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। মাঝেমধ্যেই সে বাড়ি ছেড়ে চলে যেতো এবং কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসতো। গত সোমবার বাড়ি...