ফরিদপুরের সালথা উপজেলায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, অন্তরা ও তার স্বামী মিরু শেখ তাদের দুই সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণকেন্দ্রে সরকারি ঘরে বসবাস করতেন। আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন,...