
কাদেরিয়া বাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল এবং ছাত্র সমাজের ব্যানারে রনি মিয়া সমাবেশ আহ্বান করেন। উভয়পক্ষের মাইকিং প্রচারণায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। লিখিত আবেদন সূত্রে জানা যায়, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানানো হয়। অপরদিকে, ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধি রনি মিয়া। সমাবেশটি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারবিরোধী ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্ররা বক্তব্য রাখবেন বলে জানানো হয়। ছাত্র সমাজের নেতৃবৃন্দদের পক্ষে আবেদনকারী রনি মিয়া বলেন, “সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের...