হারারে স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। দুর্দান্ত বোলিংয়ে তিনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়ে রেকর্ডবুকে নাম তুললেন দেশের সেরা বোলিং ফিগারের মালিক হিসেবে। শুধু তাই নয়, দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৮০ রানে অলআউট করে তুলে নিয়েছে এক দারুণ জয়। আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে টস জিতে প্রথমে বোলিং নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই অতিথি শ্রীলঙ্কাকে চাপে রাখেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। তবে মূল ধাক্কাটা দেন সিকান্দার রাজা। অভিজ্ঞ ডানহাতি স্পিনার একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। কামিন্দু মেন্ডিস, লঙ্কান অধিনায়ক চরিত আসালঙ্কা ও শেষদিকে দুশমান্থ চামিরাকে বোল্ড করে শ্রীলঙ্কাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন।আরো পড়ুন:শারজাহতে আফগানিস্তানের ঐতিহাসিক কীর্তি, বাংলাদেশের পরেই অবস্থানবিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন শারজাহতে আফগানিস্তানের ঐতিহাসিক কীর্তি, বাংলাদেশের পরেই...