রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুরে রাজধানীতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বেলাল তালুকদার এবং বাপ্পী। এর আগে গত বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার দিবাগত রাতে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালানো হয়। এ সময় পরিবহনটির মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পাশাপাশি সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসায়ও ভাঙচুর চালানো হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সোহাগ গ্রুপের নিরাপত্তা...