এশিয়া কাপের প্রস্তুতির ম্যাচে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে গেছে তারা জিম্বাবুয়ের কাছে।শনিবার হারারেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা স্পষ্টভাবে ধরা পড়ে। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে একে একে উইকেট হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি দাসুন শানাকার দল, থামে মাত্র ৮০ রানে।তবে ম্যাচে লড়াই করেছে শ্রীলঙ্কার বোলাররা। দুর্দান্ত শুরু এনে দেন দুশমান্থ চামিরা। প্রথম দুই ওভারে ৩ উইকেট তুলে নেন তিনি, তার বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ৫ রানে ৩ উইকেট। অন্য বোলাররাও নিয়মিত চাপ ধরে রাখলেও রান তোলার জন্য যথেষ্ট লক্ষ্য ছিল না। এরপর দায়িত্ব নেন জিম্বাবুয়ের ব্যাটাররা। লড়াই করলেও জেতার মতো রান যে নেই, তা খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায়। শন বেনেট ও রায়ান...