যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের কাছে ‘ভারতকে হারানো’ বিষয়ক মন্তব্যের গুরুত্ব কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি ফের নিশ্চিত করেছেন। এর প্রতিক্রিয়ায় মোদী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতা এখনও ‘অত্যন্ত ইতিবাচক’ আছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মোদী বলেছেন, “আমাদের সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের আন্তরিক প্রশংসা করছি আর এর পূর্ণ প্রতিদান দেবো।” তিনি আরও বলেছেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত ইতিবাচক এবং উন্নয়নমুখি ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।” রাশিয়ার তেল কেনার মাধ্যমে নয়া দিল্লি ইউক্রেইনে মস্কোর প্রাণঘাতী আক্রমণে ইন্ধন যোগাচ্ছে, এমন অভিযোগ তুলে ভারত থেকে আমদানি করা পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে এই দুই দীর্ঘদিনের মিত্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরমধ্যে শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার...