হারারেতে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৭.৪ ওভারে থামে লঙ্কানদের ইনিংসি। রানতাড়ায় নেমে লক্ষ্যে পৌঁছাতে জিম্বাবুয়ের লেগেছিল ১৪.২ ওভার। আগে ব্যাটে নামা লঙ্কানদের কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। কামিল মিশারা ২০ বলে ২০ রান, আশালাঙ্কা ২৩ বলে ১৮ এবং দাসুন শানাকা ২১ বলে ১৫ রান করেন। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারননি। পাথুম নিশাঙ্কা ৮ বলে ৮ রান করেন। বল হাতে দারুণ করেছেন সিকান্দার রাজা। ৪ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন। ২.৪ ওভারে ১৫ রান খরচায় ব্রেড ইভান্সও নেন ৩ উইকেট। ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন। জবাবে নেমে জিম্বাবুয়েও চাপে পড়েছিল। ২৭ রানে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন ব্রায়ান বেনেট ও রায়ান বার্ল। ২৩ বলে ১৯ রান করে...