জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় বিচার দাবি করে তিনি অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দিয়েছেন।তিনি বলেন, ‘যদি বিচার দৃশ্যমান না হয়, তাহলে দেশের প্রতিটি জাপা নেতা-কর্মী আন্দোলন গড়ে তুলবে। শীঘ্রই গোটা রংপুর বিভাগে হরতাল ঘোষণা করা হবে এবং ধাপে ধাপে সারা দেশে আন্দোলন সম্প্রসারিত হবে।’জাতীয় পার্টি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘যেই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়।’তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ এ ঘটনায় দায় এড়াতে পারবে না। সন্ত্রাসবিরোধী আইন অনুসারে, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।মহাসচিব...