লক্ষ্য ছিল দশরথের আঙিনায় সবশেষ হারের মধুর প্রতিশোধ নেওয়া। কিন্তু চাওয়া পূরণে প্রয়োজনীয় আগ্রাসী ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। ম্যাচ জুড়ে নেপালের আধিপত্যই বেশি। তাই ড্রতেই ভীষণ খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম প্রীতি ম্যাচে শনিবার নেপালের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে বাংলাদেশ। জয়ের আশা পূরণ না হলেও ২০২২ সালের দেখায় এ মাঠে ৩-১ ব্যবধানে হারের ক্ষতে এই ড্রয়ে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে দল। নেপালের রক্ষণে তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি বাংলাদেশ। নবম মিনিটে সুমন রেজা জালে বল জড়ালেও অফসাইডের কারণে পাননি গোল। এর বাইরে বলার মতো কোনো আক্রমণই নেই বাংলাদেশের। তারপরও ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কাবরেরা পারফরম্যান্স নিয়ে তুললেন তৃপ্তির ঢেকুর। “আমি মনে করি, যেটা প্রত্যাশিত ছিল, সেটাই হয়েছে। আটসাঁট ম্যাচ ছিল। দুই দল প্রায় একইরকম সুযোগ পেয়েছে। ছেলেদের মানসিকতায় আমি...