চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস শোভাযাত্রায় অতিরিক্ত ভিড় ও পদদলনের ঘটনায় কর্ণফুলীর আবিদ (১৭) গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে জীবন সংকটে রয়েছেন। শনিবার দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রচণ্ড ভিড় ও গরমে অসুস্থ হয়ে এক পর্যায়ে পদদলিত হন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌলানা আশরাফ আলী (রহ.) বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবিদ। তিনি মাওলানা নাসির উদ্দিন ও জেসমিন আক্তারের বড় ছেলে এবং আনোয়ারা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, পদদলনের কারণে আবিদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।...