মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন নৌযানগুলোর ওপর দিয়ে উড়ে যায় এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে, তবে সেগুলো গুলি করে নামানো হবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ সতর্কবার্তা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা আবারও মার্কিন জাহাজের কাছাকাছি যুদ্ধবিমান পাঠালে দেশটি বড় সমস্যায় পড়বে। সেনা কর্মকর্তাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, দক্ষিণ আমেরিকার উপকূলে টানা দুই দিন মার্কিন জাহাজের কাছাকাছি ভেনেজুয়েলার সামরিক বিমান উড়তে দেখা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী জাহাজে হামলা চালায়। এতে ১১ জন নিহত হয়। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও তা...