জার্মানির বর্তমান সরকারের মধ্য-ডানপন্থার দিকে ঝোঁকা উচিত বলে মনে করেন সিডিইউ-সিএসইউ পার্লামেন্টারি দলের নেতা ইয়েন্স স্পান। জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগে মধ্য-ডানপন্থি খ্রিস্টীয় গণতন্ত্রী দল- সিডিইউ এবং বাভারিয়া রাজ্যে দলটির সহযোগী খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন- সিএসইউ-এর নির্বাচিত আইনপ্রণেতাদের নেতা ইয়েন্স স্পান। জার্মানির বর্তমান জোট সরকারে মধ্য-ডানপন্থি সিডিইউ/সিএসইউ এর সঙ্গে রয়েছে মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল- এসপিডি। স্পান মনে করেন, মধ্য-ডানপন্থি নীতি দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জার্মান গণমাধ্যম ফ্রাংকফুর্টার আলগেমাইনে সনটাগসসাইটুংকে বলেন, "দশ বছর ধরে সংখ্যাগরিষ্ঠ জার্মান মধ্য-ডানপন্থিদের ভোট দিয়ে আসছে, কিন্তু তারপর মধ্য-বামপন্থি সরকার দ্বারা শাসিত হচ্ছে।" তিনি মনে করেন, "এটি এমন একটি সংকট, যা সবাই বোঝার চেষ্টা করলে আমাদের লাল-কালো জোট (লাল- এসপিডি, কালো- সিডিইউ/সিএসইউ) সমাধান করতে পারে।" ব্যাপক হারে নাগরিকদের দেয়া সরকারেরসামাজিক সুবিধা কর্তনেরআহ্বানও জানান স্পান। এই পার্লামেন্টারি নেতা বলেন, "আমরা...