দেশে গত এক দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে নতুন করে ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ১৩২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৮৩১ জনে। নতুন করে মারা যাওয়া দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন নারী, আরেকজন পুরুষ। একজনের বয়স ৪২ বছর, অপরজনের ৫২। নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৩১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৯ জন এবং খুলনা বিভাগে ৩৮ জন রোগী ভর্তি হন। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে নতুন ভর্তি রোগী নেই। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৪৬ জন।...