সুন্দরবনে অভিযান চালিয়ে ‘বনদস্যু প্রধান সুমন বাহিনী’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, চারটি গুলি ও খোসা। শনিবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করার কথা জানিয়েছেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ। কোস্ট গার্ড জানিয়েছে, তাদের বিরুদ্ধে বনে ডাকাতি ও ‘বনদস্যু প্রধান সুমনের’ দলকে অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে সুন্দরবনের পশুর নদের ছোট পদ্মাখালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) এবং মো. কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, পশুর নদের ছোট পদ্মাখালে ‘সুমন বাহিনী’র সহযোগীদের অবস্থান করছে এমন খবর পেয়ে কোস্ট...