মোদি জানান, তিনি ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। তিনি দ্রুত সংঘাত সমাধানের ওপর জোর দিয়েছেন এবং শান্তি ও কূটনীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফোনালাপকে খুব ভালো বলে বর্ণনা করে মোদি বলেন, তারা প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম ও প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। মোদি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছি ও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছি। তিনি আরও বলেন, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। প্রসঙ্গত, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার সময় উপস্থিত ইউরোপীয় নেতাদের মধ্যে ম্যাক্রোঁও ছিলেন। মোদি ও...