যদিও আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়ই ছিল নিয়মিত দৃশ্য, সময়ের পালাবদলে গত পাঁচ বছরে নেপালের বিপক্ষে কোনো জয় নেই লাল-সবুজদের। আজকের ড্র অন্তত সেই পরিসংখ্যানের ভার কিছুটা লাঘব করল। অক্টোবরে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই। তার আগেই নিজেদের যাচাই করতে এই সিরিজ খেলছে বাংলাদেশ ও নেপাল। প্রথম ম্যাচেই গোলশূন্য সমতায় শেষ করতে হয়েছে দুই দলকে। এতে অন্তত হারের শঙ্কা কাটিয়ে খানিকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লাল-সবুজরা। এর আগে ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ড্র করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এর আগে ২০২১ সালের মার্চে কাঠমান্ডুতেই এক ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। পরে একই টুর্নামেন্টে ড্র করেছিল দুই দল। সেই ধারাবাহিকতায় চার বছর পর আবারও নেপালে সমতায় থামল বাংলাদেশ।...