এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে পর পর দুম্যাচ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি শেখ মোরসালিনের দল। ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হার দেখেছে ১০ জনের বাংলাদেশ। তিন ম্যাচের বাছাইপর্বে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে গ্রুপের তলানিতে লাল-সবুজ দল। হারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। এমন পরাজয়ে হতাশ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সহকারি কোচ হাসান আল মামুন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মামুন বলেছেন, ‘সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই লাল কার্ড পাই, যা আমাদের আক্রমণের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সংখ্যায় আমরা কমে যাই। এটাই...