ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর পূর্ণ হলো শনিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে চলে যান বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক। কিন্তু মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা কিংবা প্রভাব একটুও কমেনি— বরং প্রজন্মের পর প্রজন্ম তাকে অনুপ্রেরণা হিসেবে মানছে। প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহকে স্মরণ করছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মী শিল্পীরা। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রতারকা সিয়াম আহমেদও আবেগঘন এক স্ট্যাটাসে স্মরণ করলেন প্রজন্মের নায়ককে। নিজের ফেসবুকে সিয়াম লিখেছেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন আমাদের স্বপ্নের নায়ক। ছোটবেলায় ওনার অভিনয়, স্টাইল, কথা বলার প্রেমে পড়েছিলাম।” সিয়াম বলেন,“আজও আমার পথচলার প্রতিটি ধাপে তিনি অনুপ্রেরণা জোগান। সালমান শাহ বেঁচে আছেন...