টাঙ্গাইলের ভূঞাপুরে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার প্রায় তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্যে মালবাহী ট্রেনটি যমুনা সেতুর পূর্বপাড়ের ইব্রাহিমাবাদ স্টেশনে নেওয়া হয় বলে জানান ওই স্টেশনের মাস্টার সোহেল রানা। এর আগে বিকাল ৪টার দিকে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে মালবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি পড়েন। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, ইঞ্জিন বিকল হওয়া কারণে ইব্রাহিমাবাদ স্টেশনে দুটিসহ...