লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়তে এ ঘটনা ঘটে।আরো পড়ুন:বায়ু দূষণে প্রতি বছর ৪৫ লাখ মানুষের অকাল মৃত্যু: জাতিসংঘসমুদ্রগামী ট্রলারে দেরি করে আসায় জেলেদের মারধর, একজনের মৃত্যু বায়ু দূষণে প্রতি বছর ৪৫ লাখ মানুষের অকাল মৃত্যু: জাতিসংঘ সমুদ্রগামী ট্রলারে দেরি করে আসায় জেলেদের মারধর, একজনের মৃত্যু নিহত সানোয়ার একই ইউনিয়নের জামায়াতের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। ঘটনার সময় সানোয়ারকে বাঁচাতে এলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে সানোয়ার পুকুর ঘাটে গেলে চাচা ও...