সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল আন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের দেশের ছেলে-মেয়েরা সত্যের মুখে দাঁড়িয়ে লড়তে পারে। দীর্ঘ দিনের পুঞ্জীভূত উচ্ছৃঙ্খলতা নিরসনে মাঠে নেমে পড়ল এ দেশের ছেলে-মেয়েরা, শুরু হতে লাগল পরিবর্তনের হাওয়া। আমাদের লজ্জা হওয়া উচিত—কেন আমরা বড়রা এই উচ্ছৃঙ্খলতা নিরসন করতে পারিনি। ২৪ এর গণ-অভ্যুত্থানে আমাদের ছোট ছোট বাচ্চারা তা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানে ৭০ শতাংশ মেয়ে অংশ নিয়েছে, তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।’ সমাজকল্যাণ উপদেষ্টা...