০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, বাংলাদেশের মৎস্য খাত আমাদের জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকার অন্যতম উৎস। সাসটেইনেবল ফিশারিজ বিষয়টি শুধু অ্যাকাডেমিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের জাতীয় উন্নয়ন কৌশলেরও অবিচ্ছেদ্য অংশ।সময় এসেছে আমাদের মাছের জাত উন্নয়ন, আহরণ ও বিপণন পদ্ধতিতে পরিবর্তন আনার। আধুনিক গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের মাছের উৎপাদন ও মান উন্নত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, শিল্পাঞ্চল ও নগরায়ণের কারণে আমাদের জলাশয়, নদী ও হাওর এলাকায় মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাছ সংরক্ষণ আইন আছে, তবে এর আরও কঠোর প্রয়োগ প্রয়োজন। কেবল আইন করলেই চলবে না, এর বাস্তবায়নে প্রশাসন, স্থানীয় সরকার এবং জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। জনগণের প্রোটিনের...