আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। এই নির্বাচন উপলক্ষে থেমে নেই কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও। তারাও পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চালাচ্ছেন প্রচারণা।তেমনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে এই সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি করার ব্যবস্থা করে দেবেন তিনি। প্রতিমাসে যেদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস থাকবে সেদিনই এই সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, ‘‘আমি ছাত্রশিবির প্যানেলের কাউকে আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে চিনি না। তারপরও আমি নিশ্চিত, এই প্যানেলে...