জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ঢাকার রাস্তায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের ঝটিকা মিছিল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের রাজনৈতিক পুনর্বাসনে জাতীয় পার্টির চক্রান্ত প্রভৃতি এক সূত্রে গাঁথা। এসবই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ভারতের উপনিবেশ হিসেবে কায়েম করার দিল্লির সুদূরপ্রসারী চক্রান্তের অংশ বিশেষ। শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ভারতের তাঁবেদার ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্য অবসানের সূচনা হয়েছিল। এরপর থেকে দিল্লি অব্যাহতভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকারের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রধান লক্ষ্য হলো আগামী বছরের প্রথমার্ধে দেশে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে...