ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের ইশতেহারের পক্ষে ‘ব্যালট বিপ্লব’ হবে বলে মনে করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। শনিবার বিজয় একাত্তর হলে ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, “আমাদের যে ইশতেহার, সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ, আমরা ৯ তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাব।” সাদিক কায়েম বলেন, “আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা ৩৬ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা ১২ মাসে তা করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব, সে পরিকল্পনা আমাদের নেওয়া হয়ে গেছে। “তো আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদের সাড়া দিচ্ছে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষাই অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব।” সাদিক কায়েমের ভাষ্য, “আমরা দেখতে...