মাছের উৎপাদন হ্রাসের অন্যতম কারণ নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। তিনি বলেছেন, “এক সময় যে নদীতে আমরা প্রচুর মাছ ধরতাম, এখন সে নদীগুলো বিভিন্ন কলকারখানার বর্জ্যে দূষিত হয়ে অনেকটা কালো হয়ে গেছে। এ নষ্ট পানি এখন হাওরে গিয়ে পড়ছে।” শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “মাছের উৎপাদন বাড়াতে হলে কলকারখানার বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাওর ও বিলগুলো ভরাট রোধ করতে হবে। এছাড়া মৎস্য চাষের জন্য একটি নির্দিষ্ট অঞ্চল ঘোষণা...