বাগেরহাটের সংসদীয় আসনগুলোর মধ্যে একটি কমিয়ে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ ও আগের আসন বহালের দাবিতে ৩ দিনের হরতালসহ ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগে বাগেরহাটে সংসদীয় আসন ছিল চারটি। সম্প্রতি একটি কমিয়ে তিনটি আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, সোমবার (৮ সেপ্টেম্বর) বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, ৯ তারিখ বিক্ষোভ মিছিল, ১০-১১ সেপ্টেম্বর আবারও হরতাল। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের একটি হোটেল মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম কর্মসূচি ঘোষণার...