অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। চলতি মাসের শেষ দিকে লখনৌয়ে শুরু হবে সিরিজ। প্রথম সারির টেস্ট ক্রিকেটার কেএল রাহুল ও মোহাম্মদ সিরাজও আছেন দলে, তবে তারা খেলবেন কেবল দ্বিতীয় ম্যাচে। হাঁটুর চোট কাটিয়ে ফেরত এসেছেন নিটিশ কুমার রেড্ডি। আইয়ার সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে তার জন্য এটি দলে ফেরার বড় সুযোগ। রেড্ডি ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেললেও চোটের কারণে পরে ছিটকে যান। সম্প্রতি বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে দীর্ঘ সময় ধরে বল করেছেন তিনি। সাম্প্রতিক অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে খেলা প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরনও আছেন এ দলে। শেষ টেস্টে ডাক পাওয়া এন...