০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম বাঁকখালী নদী রক্ষার পাশাপাশি উচ্ছেদ কাজের আগেই সঠিক সীমারেখা নির্ধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের ন্যায়সংগত পুনর্বাসন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মনে করেন, নদীকে বাঁচানো এখন সময় ও দায়িত্বের দাবি হলেও নদীর সঠিক সীমারেখা নির্ধারণ, প্রভাবশালী দখলদারদের হাত থেকে মুক্তি ও ক্ষতিগ্রস্ত মানুষদের ন্যায়সংগত পুনর্বাসন একসাথে করতে হবে। মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে তিনি একই সাথে কক্সবাজারের অভিভাবক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি ‘এ এলাকার ভূমিপুত্র, কক্সবাজারের অভিভাবক সালাহউদ্দিন আহমদ সবসময় জনগণের পক্ষে দাঁড়ান’ বলেও মন্তব্য করেন। বাঁকখালী নদীর...