আগামী ডিসেম্বরে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচন চেয়েছিল, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নাম না নিয়ে তিনি বলেছেন, “তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।” শনিবার সকালে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। তিনি বলেন, “এটা স্পষ্ট যে, তাদের ইচ্ছে ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নির্বাচন করানো। কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ থাকছে না। এজন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে।” গণঅধিকার পরিষদ নেতাদের মারপিটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মব আর রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না। আমি এর...