০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুরে ভারতের কুমারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মহেশপুর ব্যাটালিয়নের খোসালপুর বিওপি কমান্ডারকে অবহিত করে। তারা জানায়, ফেনীর সদর উপজেলার পদুয়া গ্রামের আবদুল মান্নান (৩৫), পিতা আবদুল মমিন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েন। পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে সীমান্ত পিলার ৬১/৭-এস এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটককৃত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ভারত থেকে আটক হয়ে ফেরত...