নেপালের বিপক্ষে বাংলাদেশ দল শেষবার জিতেছিল ২০২০ সালের নভেম্বরে। ঢাকায় প্রীতি ম্যাচে ২-০ গোলে তাদের হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এরপর থেকে জয়হীন বাংলাদেশ। শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে দুদলের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ড্র হলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি মনে করি নেপালের এই দলটা শক্তিশালী। যদিও শেষবার যখন এখানে এসেছিলাম, আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। কিন্তু সেটি হয়েছিল আমাদের করা এক বড় ভুলের কারণে। দুই দলই এখন আগের তুলনায় ভালো। অনেক পরিবর্তন এসেছে দুদলে, নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। তবে নেপাল এখন আমাদের প্রায় সমমানের এবং তারা খুব ভালো করছে।’ আজকের ম্যাচে প্রায় সমানে সমান লড়াই হয়েছে। কাবরেরা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, সমান লড়াই করেছে দুদল।...