০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ হলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিলম্বে হলেও প্রত্যাশিত এ উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কারন বিমান বন্দরে নেমে বিমানবন্দরে উপস্থিত স্বজনদের সাথে যোগাযোগ নিয়ে অন্তহীন এক ভাবনায় হাবুডুবু খেতে হতো তাদের। সেই ভাবনা উবে দিতে এখন থেকে ওসমানী বিমানবন্দরে মিলবে ফ্রিতে মিলবে টেলিফোন ও ওয়াই-ফাই সেবা। সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে ও বিটিসিএল’র সহযোগীতায় এই সেবা চালু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে এ সেবা চালুর বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হল ব্যবহারকারী যাত্রীরা বিনা মূল্যে টেলিফোন ও ইন্টারনেট সেবা পাবেন। এতে ভ্রমণ আরও সহজ, সুন্দর এবং আকর্ষনীয় হবে। তিনি আরও জানান, আগামী তিনদিনের...