এই উপসর্গ শরীরের যে কোনো স্থানে হতে পারে। তবে চাইনিজ জার্নাল অব ক্যানসার রিসার্চ-এ প্রকাশিত এক গবেষণা বলছে, মুখের ত্বকেই এ ধরনের সমস্যার ঝুঁকি বেশি। শুধু ত্বকের সমস্যা নয়, পাকস্থলীর ক্যানসারের আরও কিছু উপসর্গ রয়েছে। যেমন শ্লেষ্মা ও লসিকা গ্রন্থির জটিলতা, হঠাৎ খিদে কমে যাওয়া, বুকজ্বালা, পেটের গোলযোগ, কিংবা বমি বমি ভাব। অনেক সময় এ রোগে আক্রান্ত হলে রোগীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যায়।তাই এ ধরনের...