বলের রঙ বদলেছে, গায়ের পোশাক, ম্যাচের দৈর্ঘ্যও ভিন্ন, তবে ইমাম-উল-হাকের অবিশ্বাস্য ফর্ম রয়েছে একইরকম, বরং ঔজ্জ্বল্য আরও বেড়েছে। ইংল্যান্ডের ওয়ানডে কাপে রানের বন্যা বইয়ে দেওয়া পাকিস্তানের ব্যাটসম্যান দেশে ফিরে ট্রিপল সেঞ্চুরি করেছেন লাল বলের ক্রিকেটে। চার দিনের ম্যাচের টুর্নামেন্ট হানিফ মোহাম্মাদ ট্রফিতে ২৯১ বলে ৩৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমাম। বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৩৪ চার ও ৮ ছক্কায়। ইংল্যান্ডের ওয়ানডে কাপে ইয়র্কশায়ারের হয়ে আট ম্যাচে ৯৮.২৮ গড় ও ৯৭.৪৫ স্ট্রাইক রেটে ইমাম করেন ৬৮৮ রান। সেঞ্চুরি করেন চারটি, ফিফটি তিনটি। গত রোববার সেমি-ফাইনালে হেরে আসর থেকে বিদায় নেয় তার দল। ওই ম্যাচে তিনি খেলেন ৯৭ বলে ১০৫ রানের ইনিংস। সেই ফর্ম তিনি বয়ে আনলেন দেশের মাঠেও। সব মিলিয়ে ২৯ দিনের মধ্যে সেঞ্চুরি করলেন পাঁচটি। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুলতান...