বাধার কারণে সাময়িক বন্ধ হলেও কক্সবাজারে বাঁকখালী নদীকে অবশ্যই অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, মূলধারার গণমাধ্যম অনেক সংবাদ এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ঠিকই উঠে আসছে। পরিবেশ রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপের আয়োজন করে সাংবাদিকদের একটি ফোরাম। আলোচনায় উঠে আসে নদী, খাল, পুকুর দখলসহ পরিবেশ বিপর্যয়ের নানা দিক। বছরের পর বছর এসব কর্মকাণ্ড চলায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এ সময় পরিবেশ বাঁচাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, কক্সবাজারে বাধার মুখে অভিযান বন্ধ হলেও বাঁকখালী নদী দখলমুক্ত...