শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যানে নেপালের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। কিন্তু দশরথে যেন সব হিসেব পাল্টে যায়। দেখা যায় অচেনা এক বাংলাদেশের। ভিন্ন গল্প লেখা হলো না এবারও। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ভিন্ন চ্যালেঞ্জ ছিল কোচ হাভিয়ের কাবরেরার দলের সামনে। দলের নিয়মিত বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই চ্যালেঞ্জে পুরোপুরি উৎরে না গেলেও ব্যর্থ হয়নি দল। নেপালের দশরথে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। সেই হিসেবে আজকের ড্র একেবারে খারাপ বলা যায় না। দলের পোস্টারবয় হামজা চৌধুরী, শমিত সোম, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, শেখ মোরসালিনদের ছাড়া খেলতে নেমে খুব একটা অস্বস্তি দেখা যায়নি বাংলাদেশের মাঝে। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণে মনোযোগ দিয়েছে...