শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে বগুড়ার তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে ওই এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাত থেকেই নিহত শাকিল এবং প্রতিপক্ষ শামীম ও সুজনের গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শাকিলের পক্ষে চারজন এবং শামীম ও সুজনের পক্ষের ৫ জন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাকিল খন্দকার শহরের ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপুকুর এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে শাকিলের সঙ্গে স্থানীয় শামীম ও পলাশের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা...