আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে ক্রিকেটারদের অনুপ্রেরণাদায়ক বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতাম গাম্ভির। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে শুক্রবার প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে ভারত। ক্রিকেটারদের অনুশীলনের একটি ভিডিও শনিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। সেখানেই অলরাউন্ডার শিভাব দুবে তুলে ধরেন কোচের বার্তা। “কোচ বলেছেন যে, যখনই দেশের হয়ে খেলবে, তখনই নতুন কিছু করার সুযোগ থাকবে। সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে, ঠিকভাবে অনুশীলন করো এবং আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠো।” ইংল্যান্ডে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্রয়ের পর ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে প্রথম অনুশীলন এটি। সহ-অধিনায়ক শুবমান গিল, বোলিং আক্রমণের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভসহ একাধিক সিনিয়র ক্রিকেটার এশিয়া কাপ সামনে রেখে এক...